উত্তর-পূর্বাঞ্চল তার সাংস্কৃতিক বৈচিত্র্যের জন্য সর্বত্রই পরিচিত ৷
আসামের গুয়াহাটিতে মেগা বিহু অনুষ্ঠানে ১১,০০০ এর বেশি নৃত্যশিল্পী অংশগ্রহন করে, বিশ্বে এক নতুন রেকর্ড তৈরি করেছেন ৷ এই বিরল ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী ছিলেন দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এবং আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সহ অন্যান্যরা। আসামের সরুসজাই স্টেডিয়ামে সৃষ্টি হওয়া এই নান্দনিকতা সমগ্র বিশ্বের বুকে আসামের কৃষ্টি ও সংস্কৃতির এক অভিনব পরিচয় প্রদান করে । এই অনুষ্ঠানে উপস্থিত সকলের কাছে এ যেন এক স্বর্গীয় অনুভুতি ছিল। আদরনীয় প্রধানমন্ত্রী বলেন আসামের জনগনেরা তাদের প্রত্যেকের মিলিত প্রচেষ্টায় আসামের কৃষ্টি ও সংস্কৃতির ধারাকে সুসংহতভাবে বজায় রেখেছে। যার দরুন আসাম আজ বিশ্ব স্তরে জায়গায় করে নিয়েছে।