মঙ্গলবার সকাল ১১ ঘটিকায় উত্তর জেলা পরিষদ কনফারেন্স হল ঘরে তামাক নিয়ন্ত্রণের উপর একটি এক দিবসীয় কর্মশালা Law-Enforcers Programme অনুষ্ঠিত হয় Volunteer Health Association এর উদ্যোগে ৷ এদিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরজেলা পরিষদের জেলা সভাধিপতি ভবতোষ দাস ৷ উপস্থিত ছিলেন ADM বিপ্লব দাস, জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী, জেলা হাসতাপালের চিকিৎসক রাহুল পুরকায়েস্থ সহ ধর্মনগর মহকুমার বিভিন্ন দপ্তরের আধিকারিকরা ৷ এদিন উক্ত কর্মশালায় তামাক নিয়ন্ত্রণ জনিত বিভিন্ন বিষয় আলোচনা করা হয়, তামাক নিয়ন্ত্রণের ক্ষেত্রে যে সকল আইন চালু হয়েছে সেইসকল আইন যারা অমান্য করবে তাদের বিরুদ্ধে কি action নেওয়া যায় সেই বিষয়ে আলোচনা করা হয় ৷