প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ১০০ তম ‘মন কি বাত’ উপলক্ষ্যে আজ উত্তর জেলার যুবরাজনগর বিধানসভার কৃষ্ণপুর দ্বাদশ শ্রেনী বিদ্যালয়ে মহিলামোর্চার উদ্যোগে এলাকাবাসীকে ‘মন কি বাত’ প্রোগ্রাম দেখার আয়োজন করে দেওয়া হয় ৷ ৩০শে এপ্রিল রবিবার সকাল ১১টায় এই প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। এদিন একই স্থানে যুবমোর্চার উদ্যোগে একটি মেগা রক্তদান শিবিরের আয়োজন করা হয় ৷ উক্ত দুটি কর্মসূচীতে উপস্থিত ছিলেন যুবরাজনগর বিধানসভার প্রাক্তণ বিধায়িকা তথা বিজেপি জেলা সভানেত্রী মলিনা দেবনাথ, জেলা যুবমোর্চার সভাপতি জয়জিৎ শর্মা , যুবরাজনগর মন্ডল সভানেত্রী বাসনা পুরকায়েস্থ, যুবরাজনগর মন্ডল যুবমোর্চার সভাপতি বিবেকানন্দ দাস, যুবরাজনগর আর ডি ব্লকের চেয়াম্যান শ্রীপদ দাস সহ আরো অন্যান্যরা ৷ সচেতন নাগরিকরা সকলেই খুশি এই স্বাস্থ্য শিবিরের আয়োজন করাতে ৷ এদিন এই স্বাস্থ্য শিবিরে সকল রকমের ঔষধের ব্যবস্থা করা হয় ৷