উত্তর জেলার ঢুপিরবন্দ এলাকায় দিন দুপুরে চুরি, এলাকায় চাঞ্চল্য
মঙ্গলবার ৩রা মে উত্তর জেলার যুবরাজনগর অন্তর্গত ঢুপিরবন্দ গ্রাম পঞ্চায়েত এর ২ নং ওয়ার্ডে এক গৃহস্থের বাড়িতে প্রকাশ্য দিবালোকে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটলো ৷ জানা গেছে বিভাষ পাল নামে এক গৃহস্থের বাড়িতে দুপুর বেলা চুরির ঘটনা ঘটে ৷ বিভাষ পাল মঙ্গলবার সকালে ঘরের দরজা তালা দিয়ে কোনো এক কাজে বেড়িয়ে যান ৷ দুপুর দুটো নাগাদ বাড়ি ফিরে এসে দেখেন তাঁর বাড়িতে চুরি হয়ে গেছে ৷
ঘটনাস্থলে ছুটে আসে ধর্মনগর থানার পুলিশ ৷ বিভাষ পাল জানান, সকালবেলা আনুমানিক দশটা বা এগারোটার সময় বাড়িতে তালা লাগিয়ে কাজে বেড়িয়ে গেছিলো কিন্ত দুপুর ২ টা সময় তিনি বাড়িতে দরজা খুলে ভিতরে প্রবেশ করতেই অবাক কান্ড ৷ তিনি দেখেন বাড়ির সব আলমারি,ডেসিনটেবিল ভাঙা ৷ তিনি জানান বাড়ির দুটি আলমারি ভেঙে নগদ ৮৫ হাজার টাকা ও কয়েক ভরি সোনার গহনা নিয়ে চম্পট দেয় চোরেরা ৷ দুপুরবেলায় বিভাষ পাল দেখেন তাঁর ঘরের ভিতরে সমস্ত কিছু তছনছ হয়ে পড়ে আছে ৷ ধর্মনগর থানায় খবর দেওয়া হলে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ৷ পুরো বিষয়টি খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে ধর্মনগর থানার পুলিশ ৷