অন্যান্য বছরের মত এবছরও উত্তর জেলার চন্দ্রপুর সরকারি দ্বাদশ শ্রেনী বিদ্যালয়ের ৭ দিন ব্যাপী NSS Unit এর উদ্যোগে বিশেষ শিবির শুরু হয়েছে ৷ এরই অঙ্গ হিসেবে আজ শনিবার ষষ্ঠ দিনে NSS Unit এর ছাত্র-ছাত্রী এবং বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের উদ্যোগে সমাজকল্যাণ ও সমাজশিক্ষা অধিকার পশ্চিম চন্দ্রপুর সমাজশিক্ষা কেন্দ্রে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় ৷ এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন NSS Programme Officer Swapan Deb, জেলা সাহপাতালের বিশিষ্ট চিকিৎসক Dr. NS Bhawmik সহ বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিক্ষাগন ৷ উক্ত রক্তদান শিবিরে মোট ৫০ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন ৷ এদিন এই রক্তদান শিবিরে উৎসাহের সহিত রক্তদান করেন বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকারাও ৷