ইনস্টিটিউট অফ টেকনোলজির কাউন্সিল সদস্য পদে নির্বাচিত হলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী সাংসদ বিপ্লব কুমার দেব l উল্লেখ, এই সম্মানজনক গুরুত্বপূর্ণ এই পদে রাজ্য সভা থেকে একজন সদস্যই স্থান পেয়ে থাকেন l
উল্লেখ্য, ৭ ডিসেম্বর রাজ্যসভার দ্বারা গৃহীত একটি প্রস্তাব অনুসারে Election to the Council established under Section 31(1) of the Institutes of Technology Act, 1961. অনুসরণে শুরু হওয়া নির্বাচনী প্রক্রিয়ার ভিত্তিতে, সাংসদ বিপ্লব কুমার দেব ইনস্টিটিউট অফ টেকনোলজির কাউন্সিল সদস্য পদে নির্বাচিত হয়েছেন l সামাজিক মাধ্যমে এক পোস্টে, এই গুরুত্বপূর্ণ দায়িত্বের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে, অর্পিত দায়িত্ব প্রতিপালনে তিনি যথাসাধ্য প্রয়াসের অঙ্গীকার করেন l