ইচ্ছে থাকলে উপায় হয়। তা ফের একবার প্রমাণ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। ৬ মাসের বেশি সময় মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে একের পর এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন তিনি। বিপ্লব কুমার দেব সরে যাওয়ার পর মুখ্যমন্ত্রীর চেয়ারে বসানো হয়েছি ডক্টর মানিক সাহাকে। সেই সময় অনেকে দলের এই সিদ্ধান্ত নিয়ে কিছুটা হলেও চিন্তিত ছিলেন। যেখানে বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন, ঠিক তাঁর আগে মানিক সাহার হাতে দায়িত্ব দেওয়া কী আদেও ঠিক হয়েছে? এই নিয়ে প্রকাশ্যে প্রশ্ন না তুললেও অনেকেই আড়ালে এই কথা তুলেছিলেন। কিন্তু মানিক সাহা দেখিয়ে দিয়েছেন কেন্দ্রীয় নেতৃত্ব তাঁর উপর বিশ্বাস করে কোন ভুল করেননি। একের পর এক যুগান্তকারী সিদ্ধান্ত। ডেন্টাল কলেজ প্রতিষ্ঠা থেকে শুরু করে একের পর এক উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস হয়েছে মুখ্যমন্ত্রীর হাত ধরে। কয়েক হাজার কোটি টাকার কাজ হবে জাতীয় সড়কের। সেজে উঠবে ত্রিপুরা। আর এবার মুখ্যমন্ত্রী যা করলেন তা রাজ্যের ইতিহাসে কেউ কোনদিন করেনি। ১২ শতাংশ ডি এ ঘোষণা করলেন রাজ্য সরকারি কর্মচারীদের জন্য। নতুন বছরের উপহার দিয়েছেন রাজ্যসরকারি কর্মচারীদের। এই ঘোষণার পর মানিক সাহার প্রশংসায় পঞ্ছমুখ বিজেপি নেতৃত্ব থেকে সরকারি কর্মচারীরা। ইচ্ছে থাকলে সব সম্ভব দেখিয়ে দিলেন মানিক।