ইউপিএসসি—তে জয় জয়কার ভারতের ‘বেটিদের’ প্রথম চারে চারজনই মেয়ে!
প্রকাশিত হল ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC) সিভিল সার্ভিস ২০২৩ এর ফলাফল ৷ এই নিয়ে টানা দ্বিতীয়বার এই পরিক্ষায় প্রথম স্থান অধিকার করলেন মহিলা পরীক্ষার্থী ৷
দেশের অন্যতম কঠিন এই পরীক্ষার মাধ্যমে বেছে নেওয়া হয় ভবিষ্যতের আইএএস, আইএফএস, আইপিএস এবং অন্যান্য গ্রুপ এ ও বি-এর মতো উচ্চপদস্থ আধিকারিকদের ৷ প্রিলিমিনারি, মেন এবং ব্যক্তিগত ইন্টারভিউয়ের মধ্যে দিয়ে এই পরীক্ষায় উত্তীর্ণ হতে হয় ৷
এ বছর সিভিল সার্ভিসে শীর্ষস্থান দখল করেছেন ইশিতা কিশোর ৷ দ্বিতীয়,তৃতীয় এবং চতুর্থ স্থানে রয়েছেন গরিমা লোহিয়া, উমা হারাথি এন ও স্মৃতি মিশ্র ৷ ট্যুইট করে তাদের শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং ৷
তিনটি ধাপ পেরিয়ে এবারের পরীক্ষার সাফল্য পেয়েছেন মোট ৯৩৩ জন ৷ তাদের মধ্যে অসংরক্ষিত পরীক্ষার্থী ৩৪৫ জন ৷ এছাড়াও তালিকায় রয়েছেন ইডব্লিউএসের ৯৯ জন, ওবিসির ২৬৩ জন, তফশিলি জাতির ১৫৪ জন এবং তফশিলি উপজাতির ৭২ জন ৷ UPSC CSE প্রিলিমিনারি পরীক্ষা হয়েছিল গত বছর ৫ জুন ৷ সেই পরীক্ষার ফল প্রকাশিত হয় ২২ জুন ৷ মে পর্ব হয় ১৬ থেকে ২৫ সেপ্টেম্বর ৷ গত ৬ ডিসেম্বর ফল প্রকাশ্যে আসে ৷ আর ব্যক্তিগত ইন্টারভিউ পর্বের পর এবার প্রকাশিত হল পূর্ণাঙ্গ ফল ৷ পরীক্ষার অফিশিয়াল ওয়েবসাইট upsc.gov.in- এ ফলাফল দেখা যাচ্ছে ৷
গত বছর UPSC -তে শীর্ষস্থান পেয়েছিলেন শ্রুতি শর্মা ৷ প্রথম চারটি স্থানেই ছিল মেয়েদের দাপট ৷ এবারও একইভাবে এই সম্মানজনক পরীক্ষার ফলাফলে নারীদের জয় জয়কার ৷