কিছুদিন পূর্বে সাব্রুমে একটি অগ্নিকাণ্ডের ঘটনায় কর্তব্য পালন করতে গিতে আহত হয়েছিলেন অগ্নিনির্বাপক দপ্তরের তিন কর্মী দেবাশিস শীল, দিলীপ ত্রিপুরা এবং বাবুল মিয়া। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন তারা। আজ বাধারঘাটস্থিত অগ্নিনির্বাপক দপ্তরের প্রশিক্ষণ কেন্দ্রের নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে, এই তিনজন দমকল কর্মীকে তাদের প্রশংসনীয় কাজের জন্য সন্মাননা প্রদান করা হয়। সম্মাননা প্রদান করেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।ফায়ারম্যান দেবাশীষ শীলের সহধর্মিণী এই অনুষ্ঠানে উপস্থিত থেকে পুরস্কার এবং সার্টিফিকেট মুখ্যমন্ত্রীর হাত থেকে গ্রহন করেন। মুখ্যমন্ত্রী বলেন, নিজের জীবনের ঝুঁকি নিয়ে, অন্যদের জীবন এবং সম্পত্তি রক্ষার ক্ষেত্রে অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীদের এই সাহসী কাজকে আমি কুর্নিশ জানাই।