৭ই এপ্রিল শুক্রবার , বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে আসামের ডিব্রুগড় বিশ্ববিদ্যালয়ের যোগা মহোৎসবে অংশগ্রহণ করেন, ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফ. ড. মানিক সাহা। মুখ্যমন্ত্রী বলেন মন, প্রাণ ও দেহকে সর্বাঙ্গীন রুপে সুস্থ রাখার স্বার্থে যোগাভ্যাসের বিকল্প নেই। যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জী’র প্রেরনায় বিগত এক দশকে ভারতের শতাব্দী প্রাচীন এই যোগাভ্যাস বিশ্ব দরবারে এক নতুন আঙ্গিকে সমাদৃত হয়েছে। আজ বিশ্ব স্বাস্থ্য দিবসের শুভ দিনে কেন্দ্রীয় আয়ুশ মন্ত্রকের সম্মানিত মন্ত্রী ও অন্যান্য সম্মানিত ব্যাক্তিবর্গের উপস্থিতিতে আসামের ডিব্রুগড় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত যোগ মহোৎসবে অংশগ্রহণ করতে পেরে মুখ্যমন্ত্রী অত্যন্ত আনন্দিত বোধ করেন ।