আসন্ন মরসুমে ত্রিপুরার ক্রিকেট দলের কোচের পদে নিযুক্ত হলেন ল্যান্স ক্লুজনার!!
বিসিসিআই এর ঘরোয়া ক্রিকেট শুরু হওয়ার আগে নয়া চমক ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের ৷
দেশীয় নয় সন্ন মরসুমের জন্য প্রাক্তন আন্তর্জাতিক তারকা ক্রিকেটারকে কোচ হিসেবে নিয়োগ করলো ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন ৷ আগামী মরসুমের জন্য ত্রিপুরা ক্রিকেট দলের কোচের পদে বসলেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন তারকা ক্রিকেটার ল্যান্স ক্লুজনার ৷
ত্রিপুরা ক্রিকেটের উন্নয়নে প্রধান কোচ হিসেবে শনিবার রাজ্যে এলেন ল্যান্স ক্লুজনার ৷ এদিন বিমানবন্দরে উপস্থিত সাংবাদিকদের মুখোমুখি হয়ে ত্রিপুরা ক্রিকেট টিমকে নিয়ে তাঁর বিভিন্ন পরিকল্পনার কথা জানান ৷
গতবারের রঞ্জি ট্রফিতে একেবারেই ভালো পারফরম্যান্স দেখাতে পারেনি ত্রিপুরা ক্রিকেট দল ৷ এরপরই নতুন নতুন সিদ্ধান্ত নিতে শুরু করেছিল ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের সভাপতি তিমির চাঁদ ৷ সেখানেই এবার নতুন সিদ্ধান্ত ল্যান্স ক্লুজনারকে কোচ হিসেবে নিয়োগ করার ৷
ঘরোয়া ক্রিকেটে এর আগেই নিজেদের দল সাজিয়েছে ত্রিপুরা ক্রিকেট দল ৷ বাংলা থেকে ঋদ্ধিমান সাহা, সুদীপ চট্টপাধ্যায়কে তুলে নিয়েছে তারা ৷ এবার সেই ঋদ্ধিমান সাহাদের প্রধান কোচের পদে বসলেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন তারকা ক্রিকেটার ল্যান্স ক্লুজনার ৷ ভারতীয় ঘরোয়া ক্রিকেটে এর আগেও অবশ্য বিদেশী কোচ দেখা গিয়েছে ৷ কিন্ত এমন তারকা ক্রিকেটারকে কখনোই ভারতীয় ঘরোয়া ক্রিকেটে কোচ হিসেবে দেখা যায় নি ৷ সেটাই করে দেখালো ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন ৷
ল্যান্স ক্লুজনারের উপস্থিতি যে ত্রিপুরা ক্রিকেটে অনেকটাই সাহায্য করবে তা বলার অপেক্ষা রাখেনা ৷ খুব শীঘ্রই এবার তাঁর তত্বাবধানেই শুরু হতে চলেছে নতুন ক্রিকেটারের খোঁজও ৷