শুধু শাসকদলের পার্টি অফিস থাকবে, আর বিরোধী কোন রাজনৈতিক দলের পার্টি অফিস থাকবে না, এটা কেমন পরিস্থিতি। বৃহস্পতিবার সিপিএম রাজ্য কার্যালয়ে বিশালগড়ে সন্ত্রাসের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এমনটাই প্রশ্ন তুলেন বিরোধী দলনেতা মানিক সরকার। তিনি বলেন ২০১৮ সালের পর লোকসভা নির্বাচন, পঞ্চায়েত নির্বাচন, নগর সংস্থার নির্বাচন সহ সবগুলি নির্বাচনে বিজেপি যা করেছে, তা আগামী ২০২৩ –এর বিধানসভা নির্বাচনে করতে চাইছে। এটা বিজেপি’র জন বিছিন্নতার লক্ষণ।
মানিক বাবুর আরও অভিযোগ, মানুষ এগুলি আসন্ন বিধানসভা নির্বাচনে মেনে নেবে ভাবলে ভুল করছে বিজেপি। মানুষ বোকা নয়। অভিজ্ঞতা সঞ্চয় করছে মানুষ। আগামী বিধানসভা নির্বাচনে মানুষের অধিকার কেড়ে নিতে পারবে না। এবং সম্প্রতি বিশালগড়ে এবং বিলোনিয়ায় ঘটনাগুলো সংঘটিত হয়েছে সে ঘটনাগুলোর জন্য পুলিশকে নিরপেক্ষ ভূমিকা গ্রহণ করতে হবে। কিন্তু পুলিশ যদি নিরপেক্ষ ভূমিকা গ্রহণ না করে তাহলে তাদের উপর জনগণের ঘৃণা তৈরি হবে।