পৌষ সংক্রান্তি উপলক্ষে আলপনার মাধ্যমে শান্তিপূর্ণ ভোটদানের প্রচারে অভিনব উদ্যোগ নিলো নির্বাচন কমিশন। শনিবার সাররাজ্যে কমিশনের উদ্যোগে রঙ্গোলী আলপনা আকার আয়োজন করা হয়। রাজধানীতে রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে আলপনার মাধ্যমে শান্তি পূর্ণ ভোট পার্বণের বার্তা দেওয়া হয়। উপস্থিত ছিলেন মুখ্য সচিব জে কে সিনহা এবং রাজ্য মুখ্য নির্বাচন আধিকারিক কিরন গিত্যে সহ অন্যরা।