আর্ট প্রতিযোগিতাকে কেন্দ্র করে অভিভাবকদের নিয়ে বৈঠক কাঞ্চনপুর দ্বাদশমান বিদ্যালয়ে উপস্থিত ছিলেন MDC শৈলেন্দ্রনাথ।।
কাঞ্চনপুর দ্বাদশমান বিদ্যালয়ে মহারানী কাঞ্চনপ্রভা দেবীর স্মৃতিতে কাঞ্চনপুর আর্ট স্কুলে পড়ুয়া ৭০০ ছাত্র-ছাত্রীদের কে নিয়ে ১৮ ইং জুন রবিবার বেলা ১১ টা নাগাদ আর্ট প্রতিযোগিতা শুরু হয়।। আর্ট প্রতিযোগিতা কে কেন্দ্র করে কাঞ্চনপুর দ্বাদশমান বিদ্যালয়ের কনফারেন্স হলে অভিভাবকদের নিয়ে বেলা ১২ টায় এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা করা হয়।। সভায় উপস্থিত MDC শৈলেন্দ্র নাথ, সমাজসেবী তাপসেন্দু নাথ, লিপিকা নাথ বড়ুয়া, ত্রিপুরা আর্ট সোসাইটির কাঞ্চনপুর মহকুমা কমিটির সম্পাদক ভরত কুমার নাথ, মহাশয় সহ অন্যান্যরা কাঞ্চনপুর দ্বাদশমান বিদ্যালয়ের হল গৃহে আর্ট স্কুলে পড়ুয়া ছাত্র ছাত্রীর অভিভাবকদের কে নিয়ে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত করা হয়। সভায় সমাজসেবী তাপসেন্দু নাথ সহ MDC শৈলেন্দ্র নাথ আর্ট স্কুলে পড়ুয়া ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে অভিভাবকদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা রাখেন।। পরে আর্ট প্রতিযোগী ছাত্র-ছাত্রীদের সঙ্গে আলোচনা করে সভার সমাপ্তি হয়।।