আরেকটি জাতীয় পঞ্চায়েত পুরষ্কার পেলো ত্রিপুরা
জাতীয় পঞ্চায়েত রাজ দিবস উপলক্ষে এবছর কুমারঘাট ব্লক উপদেষ্টা কমিটি মর্যাদাপূর্ণ ‘নানাজি দেশমুখ সার্বজনীন পঞ্চায়েত সততা বিকাশ পুরস্কার পেয়েছে ৷ এছাড়াও রুপাইছড়ি ব্লকের অন্তর্গত বাগমারা পঞ্চায়েত কমিটি ‘বিশেষ কার্বন নিরপেক্ষ পঞ্চায়েত’ সম্মানে জাতীয় পুরস্কার পেয়েছে। পঞ্চায়েতি রাজ মন্ত্রক জাতীয় পঞ্চায়েত পুরস্কারের মাধ্যমে পঞ্চায়েতগুলিকে উৎসাহিত করছে। ৷