আমেদাবাদে ঘটে যাওয়া বিমান দুর্ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। রাজধানীর আগরতলার স্টেট মিউজিয়াম সম্মুখ স্থলে শ্রেষ্ঠ ভুবন সামাজিক সংস্থার পক্ষ থেকে। সংস্থার সভাপতি শ্রী বিপ্লব কান্তি ভৌমিক মহাশয় সহ সমস্ত সদস্য ও পথ চলতি সকলের উপস্থিতিতে এক মিনিট নীরবতা পালন করে পুষ্পার্ঘ অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। সভাপতি ওনার বক্তব্যে উল্লেখ করেন বিশিষ্ট সমাজসেবী এবং গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রুপানি জি ও নর্থইস্ট এর আমাদের দুজন বিমান কর্মী বোন সহ ডাক্তারি পড়ুয়া স্টুডেন্ট সহ আমাদের ভারতের এবং বিদেশের ২৬৫ জন এই ঘটনায় নিহত সুনাগরিকদের পরিবার-পরিজনদের পাশে শ্রেষ্ঠ ভূবন সামাজিক সংস্থা র প্রত্যেকটা সদস্য আছেন। এই বিমান দুর্ঘটনায় যারা আহত অবস্থায় হাসপাতালে আছেন তাদের দ্রুত আরোগ্য কামনা করেছেন, তিনি আরও বলেন ভারতের সম্মানীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জি ও গৃহমন্ত্রী থেকে শুরু করে ভারত সরকার গুজরাট সরকার ,ফায়ার সার্ভিস, NDRF ,পুলিশ প্রশাসন সবাইকে এই সময়ে যেভাবে তৎক্ষণাৎ দুর্গতদের পাশে দাঁড়িয়েছেন তার জন্য শ্রেষ্ঠ ভুবন সামাজিক সংস্থা কুর্নিশ জানিয়েছে। যাদের কথা না বললে নাই হয় এই কঠিন সময়ে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের দাদারা বরাবরের রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের যে চরিত্র সহযোগিতা করা তা আবারও এই ঘটনায় প্রমাণ রেখেছে ।রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের দাদাদের নত মস্তকে প্রণাম জানায় শ্রেষ্ঠ ভূবন সামাজিক সংস্থার সভাপতি শ্রী বিপ্লব কান্তি ভৌমিক। এই শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে সর্বস্তরের জনগণের উপস্থিতি ছিল লক্ষণীয়।