২০২৩ ত্রিপুরা বিধানসভা নির্বাচনে রাজ্যের ক্ষমতাশীল বিজেপিকে পরাস্ত করার জন্য ইতিমধ্যে জোট করেছে বিরোধী দল কংগ্রেস এবং বামফ্রন্ট। সাধারণ মানুষের সামনে জোটের বার্তা ব্যাপক ভাবে ছড়িয়ে দিতে এদিন আগরতলায় এক যৌথ মিছিলের আয়োজন করা হয় উভয় দলের তরফে।
“আমার ভোট আমার অধিকার ” শীর্ষক এদিনের এই মিছিলটি রাজধানী আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে। মিছিল থেকে আহবান জানানো হয় রাজ্যের সাধারণ মানুষের ভোটের অধিকার সুনিশ্চিত করতে হবে। সেদিন রাজধানী আগরতলার বিভিন্ন রাস্তা পরিক্রমা করে ও রাজ্য মুখ্য নির্বাচন আধিকারিক এর হাতে এই দাবিতে একটি ডেপুটেশন তুলে দেওয়া হয়। তবে এদিনের এই মিছিলে কোন রাজনৈতিক দলের পতাকা ব্যবহার করা হয়নি মিছিলে শুধুমাত্র ভারতের জাতীয় পতাকা হাতে নিয়ে সামিল হয়ে ছিলেন সকলে।
এদিনের মিছিলে উপস্থিত ত্রিপুরা রাজ্যের কংগ্রেস সরকারের সময়ের সাবেক মুখ্যমন্ত্রী সমীর রঞ্জন বর্মন, বাম সরকারের সাবেক মুখ্যমন্ত্রী মানিক সরকার, সিআইএম নেতা পবিত্র কর, সিপিআইএম দলের ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, কংগ্রেসের ত্রিপুরা রাজ্যের ইনচার্জ অজয় কুমার, ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা, ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সাবেক সভাপতি গোপাল রায়সহ উভয় দলের অন্যান্য নেতৃবৃন্দ।
মিছিলের শুরুতে সাবেক মুখ্যমন্ত্রী মানিক সরকার এই বিষয় নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন, মানুষ যদি ঘর থেকে বেরিয়ে আসে ও নিজেদের অধিকার রক্ষার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হন তাহলে কোন শক্তি তাদেরকে আটকাতে। সাধারণ মানুষের কাছে এই আবেদন রাখা। পাশাপাশি নির্বাচন কমিশনের কাছে তাদের আবেদন তারা তাদের দায়িত্ব সম্পর্কে ঘোষণা দিয়েই বসে না থেকে এগুলো কার্যকর করার বিষয়ে যেন এগিয়ে আসেন।