*আবারো করোনা আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া গেল রাজ্যে*
রাজ্যে নতুন করে ১০ জন করোনা আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া গেছে ৷ যার মধ্যে ৫ জন ঊনকোটি জেলার, পশ্চিম জেলার ৪ জন এবং উত্তর জেলার ১ জন করোনা আক্রান্ত রোগী রয়েছেন ৷ পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধ দপ্তরের আধিকারিক ডঃ রাধা দেববর্মা জানিয়েছেন, আক্রান্তদের মধ্যে ১ জন মহারাষ্ট্র ভ্রমনের ইতিহাস রয়েছে ৷ সেই সাথে বহিঃ রাজ্য থেকে আসা লোকজনদের কোভিড পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে ৷ ডঃ রাধা দেববর্মা বলেন, করোনা আক্রান্ত রোগী সনাক্ত করতে পরীক্ষা বাড়ানো হয়েছে ৷ করোনা আক্রান্ত রোগীদের হোম আইসোলেশন বাধ্যতামূলকের পাশাপাশি অবস্থা বেগতিক হলে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করানো হবে ৷ শীঘ্রই মাক্স ব্যবহার বাধ্যতামূলকের পাশাপাশি সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য প্রশাসনকে অনুরোধ জানিয়েছেন ৷