শিক্ষা দপ্তরের সচিবের সাথে দেখা করার সুযোগ পাবে বলে আশ্বাস পেয়ে আপাতত আন্দোলন স্থগিত রাখার সিদ্ধান্ত গ্রহণ করল চাকরিচ্যুত শিক্ষক শিক্ষিকারা। শুক্রবার রাজধানীর সিটি সেন্টারে চাকরিচ্যুত শিক্ষক শিক্ষিকারা জড়ো হয়ে এই ঘোষণা দেন। তারা জানান ১৪ সেপ্টেম্বর চাকরিচ্যুত শিক্ষক-শিক্ষিকাদের প্রতিনিধি দল শিক্ষা দপ্তরের অধিকর্তার দারস্থ হয়েছিলেন, কিন্তু সেদিন অধিকর্তার সাথে দেখা করার সুযোগ পাননি তারা।