আগামী ২৭শে ডিসেম্বর দিল্লিতে অনুষ্ঠিত হবে আদিবাসী কংগ্রেসের সম্মেলন। এই সম্মেলনে যোগ দিতে ত্রিপুরা থেকেও একটি প্রতিনিধি দল পাঠানো হবে। সেই নিয়ে বৃহস্পতিবার কংগ্রেস ভবনে অনুষ্ঠিত হয় আদিবাসী কংগ্রেস ত্রিপুরা প্রদেশের বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা সহ অন্যান্য নেতৃত্ব। নির্বাচন কে সামনে রেখে ২০টি আদিবাসী সংরক্ষিত আসনের সাংগঠনিক পরিস্থিতি নিয়েও বৈঠকে আলোচনা হয় বলে জানান কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা।