৩০ লক্ষ টাকা ব্যায় করে রাজভবনে বসানো হলো সোলার প্লেন্ট।। একটি বহিঃরাজ্যের কোম্পানি সম্পূর্ণ ভাবে বহন করে এই খরচ।।। রাজ্য সরকারের কোনো অর্থের প্রয়োজন হয় নি এই প্লেন্টে।। আজ রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু এই রুফটফ সোলার প্লেন্টের বুতাম টিপে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন ।। এই প্রকল্পে পরিবেশ দূষণ থেকে মুক্তি পাবে এবং রাজ্যবাসিকে আগামী ভবিষ্যতের জন্য সোলার ব্যবহারের পরামর্শ দেয় রাজ্যপাল ।।