আজ এগিয়ে চলো সংঘের সাধারণ বার্ষিক সভা অনুষ্ঠিত হয়।।। সভা প্রায় ৩০০ জন সদস্য সদস্যা উপস্থিত ছিলেন ।।। আসন্ন দুর্গাপূজা সহ ক্লাবের মান উন্নয়নের জন্য আগামী দিনে কিকি করা যায় সেই বিষয়ে সভায় আলোচনা হয়।পাশাপাশি এগিয়ে চলো সংঘের নিজস্ব একটা খেলার মাঠ ক্রয় করার সিদ্ধান্ত গৃহীত হয় সর্বসম্মতিক্রমে।।। সেই বিষয় তুলে ধরেন ক্লাব সম্পাদক সুমন্ত গোপ্ত।।।