নবরূপে সজ্জিত শূণ্য মাইলফলক এবং আধুনিক ত্রিপুরার রূপকার মহারাজা বীর বিক্রম মানিক্য বাহাদুর জী’র সম্মানার্থে তাঁর নামে নামাঙ্কিত চৌমুহনী এবং মর্মর মূর্তির উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। উদ্বোধনের পর মুখ্যমন্ত্রী বলেন, বিগত দিনে সঠিক পরিচর্যার অভাবে ধীরে ধীরে মাটি চাপা পড়ে নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল আগরতলার শূণ্য মাইলফলকটি। অন্যদিকে, বহু পুরানো হলেও নির্দিষ্ট কোন নাম ছিলনা এই চৌমুহনীর।
নতুনভাবে তৈরি এই শূণ্য মাইলফলক এবং মহারাজা বীর বিক্রমের নামে নামাঙ্কিত চৌমুহনীর উদ্বোধন মাধ্যমে বহুদিনের ইচ্ছা পূরণ হল আজ।