আজ আগরতলার মনোরঞ্জন দেববর্মা স্মৃতি গ্রাউন্ডে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ৬৩তম সিভিল ডিফেন্স ও হোমগার্ড দিবস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। মানবিক সেবা, দুর্যোগ মোকাবিলা এবং জননিরাপত্তায় সিভিল ডিফেন্স ও হোমগার্ড স্বেচ্ছাসেবকদের অমূল্য অবদান স্মরণ করা হয় এদিন। সমস্ত স্বেচ্ছাসেবক ও আপদা মিত্রদের প্রতি শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী।