আজাদিকা অমৃত মহোৎসবের অঙ্গ হিসাবে শুক্রবার রাজধানীতে ওবিসি কল্যাণ দপ্তরের উদ্যোগে আয়োজন করা হয় এক মূক প্রদর্শনীর। এইদিন রাজধানীর গুর্খাবস্তিস্থিত ভিআইপি রোডে এই মূক প্রদর্শনীর সুচনা করেন মন্ত্রী রামপ্রসাদ পাল। উপস্থিত ছিলেন দপ্তরের অন্যান্য আধিকারিকরা।এইদিন সবুজ পতাকা নেড়ে এই মূক প্রদর্শনীর সুচনা করেন মন্ত্রী রাম প্রসাদ পাল।