শুক্রবার প্রকাশ্য ভর দুপুরে বোমা ফেটে গুরুতর আহত দুই কিশোর রাজধানীর বাধারঘাট স্টেডিয়াম সংলগ্ন এলাকায় ৷ আহত দুই কিশোরকে জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷ ঘটনার পরেই বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে যায় এবং আরো বোমা রয়েছে কিনা তা খোঁজখবর ৷ কোথায় থেকে এলো বোমা ? কে বা কারা রাখলো এই বোমা ? এ বিষয়ে পুলিশ এখনো অন্ধকারে ৷ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ৷