আমাদের নেতৃত্ব,কর্মী সমর্থকদের উপর আঘাত হেনে যদি এদের ধারনা হয়ে থাকে কংগ্রেস থমকে যাবে এটা তাঁদের ভুল ধারনা, এই বলে মন্তব্য করলেন বিধায়ক সুদীপ রায় বর্মণ। তিনি আরও অভিযোগ করেন শাসক দলের জনগণের উপর কোন আস্থা নেই। পেশীশক্তির আস্ফালন দেখিয়ে গণতন্ত্র হরনে ব্যস্ত এরা।