আগে পার্টি অফিস থেকে নিয়ন্ত্রিত হত সরকার। এখন বর্তমান সরকার সেভাবে নিয়ন্ত্রিত হয়না। একটা সরকার সবার জন্য সরকার। যারা চাকরি পেয়েছেন তাঁদের পরিবার কোন রাজনৈতিক দল করে সেটা দেখা হয়না। আগে যে সরকার ছিল তাঁরা ছিল ভাঁওতাবাজির সরকার। মানুষকে তাঁর যোগ্য সম্মান দিতনা পূর্বাতন সরকার। রোজগার মেলা থেকে এভাবেই বাম সরকারকে তীব্র আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।