এই বিশ্বে প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা ব্যক্তিত্ব রয়েছে ৷ একইভাবে প্রত্যেকটি মানুষের প্রতিভাও হয় আলাদা আলাদা ৷ যে যার মতো করে তাদের প্রতিভার ব্যবহার করে থাকে ৷ সেই হিসেবে ব্যতিক্রমি প্রতিভাবাণ ব্যক্তিত্বদের সুনাম আর খ্যাতিও হয় আলাদা ৷ কখনো কখনো কিছু প্রতিভা তাদের ব্যতিক্রমী ধর্মের জন্যে গ্রিনিজ বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের মতো অসাধারণ সুনাম ও গৌরব অর্জন করতে সামর্থ হয় ৷ এমনি এক প্রতিভা এবারে গ্রিনিজ বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম উঠানোর জন্য ব্যস্ত ! নাম তাঁর সিদ্ধার্থ সাহা ৷
সিদ্ধার্থ রাজ্যের এক প্রতিভাবান যুবক ৷ অসাধারণ তাঁর শিল্পকলা ৷ ইতিমধ্যে ইন্ডিয়ান বুক অফ রেকর্ডে তাঁর নাম নথিভুক্ত হয়েছে ৷ এবার তৈরি হচ্ছে গ্রিনিজ বুক অফ ওয়ার্ল্ডে নিজের নাম নথিভুক্ত করতে ৷
আগামী ২৭ই মে আগরতলা নজরুল কলাক্ষেত্রস্থিত ললিতকলা একাডেমিতে এক প্রদর্শনীর আয়োজন করা হয়েছে ৷ সেখানে কুইলিং পেপার দিয়ে প্রায় ২০ হাজার হাট তৈরি করে গ্রিনিজ বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড গড়তে চলেছে রাজ্যের এই যুবক ৷ কুইলিং পেপার দিয়ে বিভিন্ন ধরনের মূর্তিও তৈরি করে সিদ্ধার্থ ৷ তাঁর এই প্রতিভার জন্য বিভিন্ন সামাজিক সংস্থা, বিভিন্ন সংগঠন তাঁকে পরস্কৃত করেছেন ৷ তাঁকে সম্মান জানিয়েছেন ৷ গ্রিনিজ বুক অফ ওয়ার্ল্ডে নিজের নাম নথিভুক্ত করার জন্য কুইলিং পেপার নিয়ে যে ২০ হাজার হাট তৈরি করছে, তাও অসাধারণ কারুকার্য করে তৈরি করা হয়েছে বলে জানান সিদ্ধার্থ নিজেই ৷