জনজাতিদের সংবিধানের আদায়ের লক্ষ্যে মধ্যস্থতাকারী নিয়োগের কথা জানিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ অবশেষে সেই মধ্যস্থতাকারী আগামী ৮ই মে রাজ্যে আসছেন বলে জানালেন তিপ্রা মথার সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন ৷ শুক্রবার তিনি আগরতলার এমবিবি বিমানবন্দরে দাঁড়িয়ে সাংবাদিকদের এই কথা বললেন ৷ তিনি আরো বললেন, আগামী ১০ই মে অমিত শাহের সাথে তাঁর বৈঠক অনুষ্ঠিত হবে ৷ পাশাপাশি এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মনিপুরের হিংসাত্মক ঘটনার বিষয়ে তিনি বলেন,’হিংসার মাধ্যমে কোনো সমস্যার সমাধান হয়না,আলাপ আলোচনার মাধ্যমে সমাধান সূত্র খুঁজে বের করে নিতে হয়, মনিপুরে আমাদের রাজ্যের অনেক ছাত্র-ছাত্রী রয়েছেন, তারা যদি ত্রিপুরায় ফিরে আসতে চান তাহলে আমি বিশেষ ব্যবস্থা নিতে পারি’ ৷