যে কোন মুহূর্তে ঘোষণা হয়ে যাবে বিধানসভা নির্বাচনের। সোমবার থেকে কার্যত প্রচারে নেমে পড়লেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। সোমবার বড়দোয়ালী বিধানসভা কেন্দ্রের ২২ এবং ২৩ নং বুথে জন সম্পর্ক অভিযান করেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, জনসম্পর্ক অভিযানে গিয়ে জনসাধারণের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করলাম। আগামী দিনে তাদের আশির্বাদ নিয়েই আমরা সামগ্রিক উন্নয়নে কাজ করবো।