আগামীকাল থেকে আগরতলা বিমানবন্দর থেকে ফের শুরু হচ্ছে প্রিপেইড অটো পরিষেবা ৷ জানালেন পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী ৷
বিভিন্ন সময় আগরাতলা বিমানবন্দরে আসা রাজ্যের এবং বহিঃরাজ্যের যাত্রীদের কতিপয় অটোচালকদের হাতে হেনস্তার শিকার হতে হয়েছে ৷ এটা খুবই অনাকাঙ্খিত এবং দুর্ভাগ্যপূর্ণ ৷ কতিপয় অটোচালকদের দৌরাত্ম্যের কারনে বহিঃরাজ্য থেকে ত্রিপুরা রাজ্যে ভ্রমনে আসা পর্যটকরা বিভিন্ন সময় শারীরাকভাবেও লাঞ্চনার শিকারও হয়েছেন ৷ যেটা কোনভাবেই কাঙ্খিত নয় ৷ এই সমস্যা থেকে উত্তোরণের জন্য এবং এর চীরস্থায়ী সমাধানের জন্য আজ আগরতলা বিমানবন্দরের পুরনো যাত্রী টার্মিনাল ভবনের কনফারেন্স হলে এক উচ্চস্থরীয় বৈঠকের আয়োজন করা হয় ৷ এদিন এই বৈঠকে উপস্থিত ছিলেন পর্যটন মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরী সহ প্রসাশনের উচ্চপদস্থ আধিকারিকরা ৷