আগরতলা রেলস্টেশন থেকে বিশালগড় আসার পথে ছিন্তাইবাজের ক্ষপ্পরে পড়লেন উগান্ডার এক যুবতী!!
ত্রিপুরায় এসে তিক্ত অভিজ্ঞতার শিকার হলেন এক বিদেশিনী ৷ বৃস্পতিবার রাতে আগরতলা রেলস্টেশন থেকে এক অটোচালক বাব্রা নাবাওয়েসি নামে উগান্ডার এক যুবতীকে বিশালগড় জেলরোড এলাকায় নিয়ে আসে ৷ অভিযোগ, সেখানে অটোচালক তাঁকে নামিয়ে তাঁর ব্যাগ এবং মোবাইল ফোন পাসপোর্ট সহ সমস্ত গুরুত্বপূর্ণ নথিপত্র গুলো নিয়ে পালিয়ে যায় ৷ পরে আরেকজন অটোচালক তাঁকে দেখতে পেয়ে সেখান থেকে ওই বিদেশিনীকে রাত দুটো নাগাদ বিশালগড় মহিলা থানায় পৌঁছে দেয় ৷ ভাষাগত সমস্যার কারনে তাঁর সাথে বিস্তারিত ভাবে কথা বলতে পারেনি পুলিশ ৷ সে জানায়, উগান্ডা থেকে ভারতবর্ষে এসে ব্যাঙ্গালোরে নাকি নার্সিং পড়ছে ৷ সেখান থেকে সে কেন ত্রিপুরায় এলো ? কোথায় সে যাবে ? এইসব কিছুই বলতে পারছেনা ৷ ফলে এক রহস্য তৈরি হয়েছে ৷