আগরতলা পৌর নিগমের সাউথ জোনের অন্তর্গত সাতটি ওয়ার্ডের উন্নয়নমূলক কাজকর্ম গুলি ঘুরে দেখলেন ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত। সাথে ছিলেন সাউথ জনের চেয়ারম্যান অভিজিৎ মল্লিক মেয়র পারিষদ ,বাপি দাস ,কর্পোরেটর প্রসেনজিৎ লোধ সহ অন্যান্যরা ।এদিন ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত জানান ,জরুরী ভিত্তিতে যে কাজগুলি আগে করা দরকার সেই কাজগুলি আগে করা হবে ।এদিন আগরতলা পৌরনিগমের ৪১, ৪২, ৪৮ ,২৬ ২৭,২৮ এবং ৩০ নম্বর ওয়ার্ডের উন্নয়নমূলক কাজ গুলি ঘুরে দেখেন তিনি।