আগরতলা পুর নিগমের ৪৯নং ওয়ার্ডের বৈষ্ণবটিলা এলাকায় বেহাল অবস্থায় পড়ে থাকা তিনটি জায়গায় সংস্কারের কাজে হাত দেবে পুর পরিষদ ৷ সেই তিনটি প্রজেক্ট প্রায় ১৫ কোটি টাকা খরচা হবে পুর পরিষদের ৷ পুর নিগমের প্রতিটি ওয়ার্ডে প্রায় ১৪০০ কোটি টাকা খরচা করবে পুর নিগম, মঙ্গলবার এই প্রজেক্ট স্থান গুলি পরিদর্শন করে জানান মেয়র দীপক মজুমদার ৷ মেয়র ছাড়াও উপস্থিত ছিলেন এলাকার বিধায়িকা মীনা রানী সরকার কর্পোরেটর অভিজিৎ মল্লিক সহ অন্যান্যরা ৷এদিন সমস্যাগুলি পরিলক্ষিত করার পর দ্রুত সামাধানের জন্য পুর নিগমের ইঞ্জিনিয়ারদের সাথে কথা বলেন এবং আগামী কিছুদিনের মধ্যেই সমস্যা জনিত জায়গা গুলি সামাধানের জন্য কাজ শুরু হবে বলে জানান মেয়র দীপক মজুমদার ৷