বিজেপি পরিচালিত আগরতলা পুর নিগমের এক বছর পূর্তি হলো বৃহস্পতিবার। গত বছর এই দিনেই মেয়র দীপক মজুমদারের নেতৃত্বে আগরতলা পুর নিগম কাজ শুরু করে। বর্ষ পূর্তি উপলক্ষ্যে এদিন দুপুরে নিগমের কনফারেন্স হলে সাংবাদিক সম্মেলন করে মেয়র শ্রী মজুমদার গত এক বছরে আগরতলা পুর এলাকার উন্নয়নে কি কি কাজ করেছেন, এবং আগামীদিন গুলোতে আরও কি কি কাজ করা হবে, তার বিস্তারিত তথ্য তুলে ধরেন। শুধু তাই নয়, এদিন পুর নিগমের সমস্ত কাউন্সিলারদের নিয়ে একটি পর্যালোচনা বৈঠকও করেন গত এক বছরের কাজের নিরিখে।