বুধবার ঘোষণা হবে বিধানসভা নির্বাচনের দিন। তার আগেই রাজধানী আগরতলার বেশ কিছু থানার ওসিদের রদবদল করা হয়েছে। পশ্চিম থানার ওসি জয়ন্ত কুমার দে’কে বদলী করা হয়েছে সাব্রুমে। সাব্রুম থেকে সমরেশ দাস বদলী হয়েছেন পশ্চিম আগরতলায়। বদলী করা হয়েছে পূর্ব থানার ওসি রানা চ্যাটার্জী, NCC থানার ওসি সুবীর মালাকার, এডিনগর থানার ওসি সঞ্জীব লস্করকে।