নেতাজি জন্মজয়ন্তী ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে ২০ দিনের বার্ষিক সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতার ঘোষণা করল মডার্ন ক্লাব, নাগেরজলা। অনুষ্ঠানের প্রচার-প্রচারণা ও প্রস্তুতি নিয়ে আয়োজকদের বৈঠক অনুষ্ঠিত হয়। 18/12/2025
রামনগর এলাকার দীর্ঘদিনের জলের সমস্যার সমাধানে বড় পদক্ষেপ। রাজধানীর বাণী বিদ্যাপীঠ স্কুল প্রাঙ্গণে নির্মিত হতে চলেছে ওভারহেড জলের ট্যাংক, যা যুক্ত থাকবে নতুন জল শোধনাগার প্রকল্পের সঙ্গে। বুধবার বাস্তব পরিস্থিতি খতিয়ে দেখতে পরিদর্শনে আসেন আগরতলা পুরনিগমের মেয়র দীপক মজুমদার। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন জল বোর্ড ও পুরনিগমের আধিকারিকরা। মেয়র জানান—প্রায় ২২ কোটি টাকা ব্যয়ের এই প্রকল্প বাস্তবায়িত হলে রামনগর ও আশপাশ মিলিয়ে প্রায় ২৭০০ পরিবার জল সংযোগের সুবিধা পাবে। দ্রুত কাজ শেষ করে এলাকার বাসিন্দাদের পানীয় জলের কষ্ট দূর করাই সরকারের লক্ষ্য। 18/12/2025
৬’জুলাই, ২০২৫ বিকাল চারটায় (৪’টা ) সিপিআই রাজ্য দপ্তর জুনু দাস ভবনে এক সাংবাদিক সম্মেলন আহ্বান করা হয়েছে। 5 months ago
পশ্চিম ত্রিপুরা জেলার ডিএম এবং কালেক্টরের কনফারেন্স হলে ধরতি আবা জনভাগিদারী অভিযানের সূচনা উপলক্ষে একটি সংবাদ সম্মেলন করবেন। 6 months ago