আগরতলায় শিশু নিখোঁজের ঘটনায় দ্রুত পদক্ষেপে নেমে পরিস্থিতি সামাল দিল পশ্চিম আগরতলা থানা। স্কুলের সামনে থেকে নিখোঁজ হওয়ার পর টানা অনুসন্ধানের ভিত্তিতে উদ্ধার হলো শিশু। মায়ের কোলে ফেরানোর মুহূর্তে স্বস্তির নিঃশ্বাস এলাকাবাসীর। ঘটনাটির তদন্ত অব্যাহত বলে জানান কর্মকর্তারা।