বিলোনিয়া কলেজ স্কয়ার এলাকায় CPIM মহকুমা সম্পাদক তাপস দত্তের বাড়ি । ছোড়া হয় ইট পাটকেল । ভেঙ্গে ফেলা হয় টিনের বেড়া। বৃহস্পতিবার সকালে ঘটনাটি সংঘঠিত করে শাসক বিজেপি দলের আশ্রিত দুস্কৃতিকারীরা এমনই দাবি সিপিআইএম বিলোনিয়া বিভাগীয় কমিটি সম্পাদকের। ডিওয়াই এফ আই প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে রক্তদান শিবির আয়োজিত হয় এই দিন। রক্তদান শিবিরকে বানচাল করার উদ্দেশ্যেই আক্রমণ বলে জানান তাপস দত্ত । পরিস্থিতি থমথমে অবস্থা।