আই জি এম হাসপাতালে শিশুর ভুল টিকাকরণ!!
আই জি এম হাসপাতালের এক স্বাস্থ্যকর্মী ভুল করে একটি শিশুকে দুটো পলিও ইঞ্জেকশনের জায়গায় চারটি ইনঞ্জেকশন দিয়েছে বলে অভিযোগ ৷ শুধু তাই নয়, শিশুর পরিবার জানতে চাওয়ায় তাদের সাথে দুর্ব্যবহার করেন ওই স্বাস্থ্যকর্মী ৷ যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী রোগীদের সঠিকভাবে পরিষেবা দেওয়ার পক্ষে, সেখানে স্বাস্থ্যকর্মীদের একাংশের এই মনোভাব ক্ষুদ্ধ শিশুর পরিজনেরা ৷ এই ঘটনা নিয়ে আই জি এম হাসপাতাল চত্বরে উত্তেজনা তৈরি হয় ৷ শেষে পুলিশ আসে ৷ চিকিৎসক ও স্বীকার করেছেন এটা গাফিলতি বলে ৷