নির্বাচনের পর আইপিএফটি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয় রবিবার আগরতলা প্রেসক্লাবে। বৈঠকে জোলাইবাড়ি কেন্দ্র থেকে আইপিএফটি-র জয়ী প্রার্থী শুক্লা চরণ নোয়াতিয়াকে সংবর্ধনা জানানো হয়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া বলেন, রাজনীতিতে আদর্শ হচ্ছে সবচেয়ে বড় বিষয়। আদর্শ না থাকলে মানুষের বিশ্বাস অর্জন করা যায় না। বিগত দিনে যারা আমাদের দল থেকে অন্যদলে চলে গেছে, তাদের কোনও আদর্শ নেই। এই রাজ্যে কংগ্রেস -সিপিএমেরও কোনও আদর্শ নেই। নেতা যাবে,নেতা তৈরি হবে। আসল বিষয় হচ্ছে আদর্শ।