রাজ্যের প্রতিটি হাসপাতালে চরম রক্ত সংকট চলছে। এই পরিস্হিতি থেকে উত্তরণের জন্য মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা রাজ্যবাসী এবং রাজ্যের সমস্ত সামাজিক সংগঠন, ক্লাব ফোরাম, এন জি ও সহ বিভিন্ন অংশের জনগনের প্রতি স্বেচ্ছা রক্তদানের আহবান জানিয়েছেন। এই আহবানে সাড়া দিয়ে শনিবার আইজিএম হাসপাতালের কর্মচারীরা এক রক্তদান শিবিরের আয়োজন করে। উপস্থিত ছিলেন আইজিএম হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা প্রাক্তন বিধায়ক ডাঃদিলীপ কুমার দাস, বিশিষ্ট সমাজসেবী সঞ্জয় সাহা সহ অন্যান্যরা।