সোমবার এসটিজিটি নিয়োগ নিয়ে দায়ের করা মামলার রায় ঘোষণা হয়েছে। রায় ঘোষণা হওয়ার পরই মঙ্গলবার ফের শিক্ষামন্ত্রীর বাড়ির সামনে জড়ো হলেন এসটিজিটি প্রার্থীরা। পরবর্তী সময়ে শিক্ষা মন্ত্রীর কাছ থেকে কোন সদুত্তর না পেয়ে অর্থমন্ত্রীর কাছে যায় এসটিজিটি প্রার্থীরা। উল্লেখ্য, সোমবার এসটিজিটি ইস্যুতে হাইকোর্ট রায় দিয়েছে সংরক্ষণ মেনে নিয়োগ করতে হবে। টিআরবিটি গত জুলাই মাসে ২৩০ জন এসটিজিটি নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছিল। জানাগেছে, অর্থমন্ত্রী তাদেরকে বলেছেন, আজ অথবা কাল মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে বসবেন।