অর্থনৈতিক সংকট এবং রাজনৈতিক প্রতিকূলতা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন মানিক সরকার
একদিকে অর্থনৈতিক সংকট অপরদিকে রাজনৈতিক প্রতিকূলতা ৷ সব মিলিয়ে এক কঠিন অবস্থায় রয়েছে অটো শ্রমিকরা ৷ রবিবার ত্রিপুরা অটো রিক্সা ওয়ার্কার্স ইউনিয়নের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে সি আই টি ইউ রাজ্য দপ্তরের রক্তদান শিবিরে একথা বলেন, পুলেটব্যরোর সদস্য মানিক সরকার ৷ মানিক সরকার আরো বলেন, নির্বাচনের পর সন্ত্রাসের জন্য এখনো যান শ্রমিকরা সকলে রাস্তায় নামতে পারেনি ৷
তবে সন্ত্রাস ধীরে ধীরে কমে আসছে ৷ প্রতিকূলতার সম্মুখীন হয়ে তারপরেও সমাজের প্রতি দায়বদ্ধতার নিদর্শন হয়ে অটো শ্রমিকরা রক্তদান শিবিরে এগিয়ে এসেছে ৷ এই ধারা অব্যহত রাখবেন বলে আশা ব্যক্ত করেছেন পুলেটব্যরোর সদস্য মানিক সরকার ৷ শ্রমিকদের অর্থনৈতিক অবস্থার উদ্বেগ প্রকাশ করে মানিক সরকার বলেন, বর্তমানে অটো শ্রমিকদের আয় উপার্জন অনেকটাই কমে গেছে ৷ এই পরিস্থিতির মধ্যেও তারা মানুষের প্রতি দায়বদ্ধ হয়ে রক্তদান শিবিরে এগিয়ে এসেছেন ৷ তারা নিঃসন্দেহে অভিনন্দন জানানোর যোগ্য ৷ এ ধারা তারা আগামীদিনেও অব্যহত রাখবে বলে আশা ব্যক্ত করেন তিনি ৷ পাশাপাশি বর্তমান মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা রক্তদান শিবিরে যে পদক্ষেপ গ্রহণ করেছেন তা অত্যন্ত প্রশংসনীয় বলে জানান পুলেটব্যরোর সদস্য মানিক সরকার ৷ তিনি বলেন, এ ধারা অব্যহত রাখার জন্য এবং সরকার থেকে এই উদ্যোগ জারি রাখা অত্যন্ত প্রয়োজন ৷ তাহলে হিংসা বিদ্বেষ এগুলি কমবে বলে জানান তিনি ৷
এদিন তিনি ওড়িশার রেল দুর্ঘটনার প্রসঙ্গে বলেন, গত ২০-২১ বছরে এমন ট্রেন দুর্ঘটনা ঘটেনি ৷ বহু সংখ্যক লোক মারা গেছেন ৷ করমন্ডল এক্সপ্রেস দুর্ঘটনা নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে একথা বললেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার ৷ তিনি বলেন, ট্রেন দুর্ঘটনার কারন উদঘাটন করতে হবে ৷ এটা দেখার দায়িত্ব সরকারের ৷ রেলের নিরাপত্তার দাবি এদিন জানান মানিক বাবু ৷ কাউকে এই মুহুর্তে দায়ী করা নয়, এই বিষয় গুলি সরকারকে দেখতে হবে ৷ এমন দুর্ঘটনা যাতে ভবিষ্যতে ঘটতে না পারে সেজন্য উদ্যোগ নিতে হবে ৷ এই ঘটনা বেদনাদায়ক ৷ যারা প্রয়াত হয়েছেন তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন ৷ আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন তিনি ৷ এদিন এছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী মানিক দে, প্রাক্তন সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত সহ অন্যান্যরা ৷ শিবিরে রক্তদাতাদের উৎসাহ দিলেন মানিক সরকার সহ অন্যান্যরা ৷