অম্বুবাচী উপলক্ষে আগরতলার লক্ষ্মীনারায়ণ বাড়িতে দেখা গেল ভক্তবৃন্দের উপচে পড়া ভিড়
অম্বুবাচী হিন্দুধর্মের বাৎসরিক উৎসব। গত ২২শে জুন বৃহস্পতিবার রাত থেকে শুরু হয়েছে অম্বুবাচী তিথি । যা চলবে সোমবার দুপুর পর্যন্ত।আগরতলার লক্ষ্মীনারায়ান বাড়িতে ভক্তবৃন্দের ভিড় লেগে থাকে এই চার দিন। স্বামীর মঙ্গলার্থে চার দিন লক্ষ্মীনারায়ণ বাড়িতে পুজো এবং মহিলারা সিঁদুর খেলায় মেতে উঠেন।।