বুধবার আনুষ্ঠানিক দ্বারোদ্ঘাটন হলো অম্পিনগর সিএসসি সেন্টার ও স্টাফ কোয়ার্টারের। সাত কোটি টাকা ব্যয়ে নবনির্মিত অম্পিনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ও স্টাফ কোয়ার্টারের আনুষ্ঠানিক দ্বারোদ্ঘাটন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। তিনি বলেন, স্বাস্থ্য পরিষেবা সম্প্রসারণের লক্ষ্যে বহুমুখী পরিকল্পনা নিয়ে কাজ করছে বর্তমান রাজ্য সরকার। এর সুফল পৌঁছে যাচ্ছে প্রত্যন্ত এলাকাতেও। ৩০ শয্যা বিশিষ্ট অম্পিনগর সিএসসি সেন্টারে বর্তমানে চারজন ডাক্তার রয়েছেন। উদ্বোধনের পর মুখ্যমন্ত্রী সহ উপস্থিত অতিথিরা নবনির্মিত প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের বিভিন্ন কক্ষ ও সুবিধা অসুবিধা গুলি ঘুরে দেখেন।