শনিবার বিজেপি বাগবাসা মন্ডল অন্তর্গত গঙ্গানগর কমিনিউটি হলে ১০ নং শক্তি কেন্দ্রে একটি সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। আগামী ৫ জানুয়ারি অমিত শাহের সফরকে কেন্দ্র করে আলোচনা করা হয় আজকের সভায়। সভায় উপস্থিত ছিলেন বাগবাসা মন্ডল সভাপতি সুদীপ দেব, উত্তর ত্রিপুরা বিজেপি এর নির্বাচনি প্রভারি বিশ্বরূপ ভট্টাচার্য সহ অনান্য নেতৃত্বরা।