শনিবার আনুষ্ঠানিক ভাবে ডি ডব্লিউ এস দপ্তরের অমরপুর ডিভিশন অফিসের পথ চলা শুরু হলো। সেই সাথে অমরপুর বাসির দীর্ঘদিনের দাবি বাস্তবায়ন হলো।
শনিবার দুপুরে ফলক উন্মোচনের মাধ্যমে এবং ফিতা কেটে ডি ডব্লিউ এস দপ্তরের অমরপুর ডিভিশন অফিসের আনুষ্ঠানিক দ্বারোদ্ঘাটন করেন রাজ্যের ডি ডব্লিউ এস দপ্তর,ক্রীড়া যুব কল্যাণ ও তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী,উপস্থিত ছিলেন বিধায়ক রঞ্জিত দাস, ডি ডব্লিউ এস দপ্তরের মুখ্য বাস্তুকার শ্যামলাল ভৌমিক এবং পূর্ত ও ডি ডব্লিউ এস দপ্তরের পদস্থ আধিকারিকরা সহ বিশিষ্ট জনেরা। ডিভিশন অফিস উদ্বোধন করা হলেও এখনো নির্বাহী বাস্তুকার,সহকারী বাস্তুকার নিয়োগ করা হয়নি। অমরপুর পূর্ত দপ্তর থেকে জনা সাতেক গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মী এনে ডিভিশন অফিস শুরু করা হয়েছে।