অভিনব পন্থা অবলম্বন করে গাঁজা পাচার করতে গিয়ে পুলিশের হাতে আটক চার গাঁজা পাচারকারী!!
গোপন খবরের ভিত্তিতে গভীর রাতে খোয়াই ত্রিপুরা জেলা তেলিয়ামুড়া থানার ওসি সুব্রত চক্রবর্তীর নেতৃত্বে একদল পুলিশ নেশা বিরোধী অভিযানে নেমে চারজন গাঁজা পাচারকারীকে গাঁজা পাচারের উদ্দেশ্যে বহিঃরাজ্যে নিয়ে যাওয়ার সময় বিপুল পরিমানে গাঁজা এবং একটি যাত্রী পরবহনকারী অটো গাড়ী আটক করে থানায় নিয়ে আসে ৷
গোটা বিষয় নিয়ে সংবাদ মাধ্যমকে অবগত করতে গিয়ে ওসি সুব্রত চক্রবর্তী বলেন, গোপন সূত্র মারফত খোয়াই ত্রিপুরা স্থানীয় খামারবাড়ি এলাকা থেকে রাতের আঁধারে এক যাত্রীবাহী অটো সন্দেহজনকভাবে ঘোরাফেরা করাতে এবং গোপন খবরের ভিত্তিতে অটো গাড়ীটি আটক করে তল্লাশি চালিয়ে প্রত্যক্ষ করা যায় TR01F 3776 নম্বরের যাত্রীবাহী অটো গাড়ীতে থাকা দুই যুবক বেশ কিছু গাঁজা পাচার করার চেষ্টা করছিল ৷
সঙ্গে সঙ্গে তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ তেলিয়ামুড়া শিববাড়িস্থিত রেলস্টেশন থেকে আরও দুইজন গাঁজা পাচারকারীকে পুলিশ আটক করে ৷ আটককৃত গাঁজার পরিমান প্রায় ৫০ কেজি ৷ গাঁজাগুলি আনুমানিক বাজারমূল্য প্রায় ৭৫ লক্ষ টাকা হতে পারে বলে পুলিশের অনুমান ৷
ওসি সুব্রত চক্রবর্তী আরও জানিয়েছেন, গাঁজা পাচারকারীদের কাছ থেকে একটি লোহার গোল জাতীয় কিছু গাঁজার সঙ্গে বাজেয়াপ্ত করেছে পুলিশ ৷
তাদের জিজ্ঞাসাবাদ করে জানা গেছে, এটি রেলের বগির মধ্যে থাকা জলের ট্যাঙ্কির ঢাকনা ৷ মূলত নিজেরা এটি তৈরি করে গাঁজা পাচারকার্যের সুবিধার্থে সঙ্গে করে নিয়ে এসেছিল ৷ যাতে করে রেলের জলের ট্যাঙ্কের ঢাকনা ভেঙে ট্যাঙ্কের ভেতরে গাঁজার প্যাকেট রেখে তাদের তৈরি করা ঢাকনাটি ট্যাঙ্কে লাগিয়ে গাঁজা পাচার করতে পারে ৷ তবে পুলিশ সূত্রে দাবী করা হয়েছে, আটককৃত চার গাঁজা পাচারকারীদের বিরুদ্ধে উপযুক্ত ধারায় মামলা গ্রহণ সাপেক্ষে তদন্ত করে এর পেছোনে আর কারা কারা জড়িত রয়েছে সবকিছু বের করার চেষ্টা করা হবে ৷
পাচারকান্ডে আটককৃত ব্যক্তিরা হল অমিত দেববর্মা, ড্যানিয়েল দেববর্মা, শামিম শেখ, যোদ্ধ দেববর্মা ৷ এরমধ্যে তিনজনের বাড়ি ত্রিপুরায় এবং একজনের বাড়ি পশ্চিমবঙ্গ ৷